প্রচ্ছদ > বিনোদন >

যেন মোহনীয় পরী

article-img

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব পরীমনি। প্রায়ই নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়।

সোমবার সকালে একগুচ্ছ ছবি শেয়ার করেন পরী।

 

সিম্পল, ফিটিং আউটফিটেই ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি শার্ট; নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন তিনি, সঙ্গে ক্যাপশনে জুড়ে দিলেন, ‘সকাল সকাল’।

 

ছবিগুলো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে দিন শুরুর শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। নায়িকার স্বভাবসুলভ এত সুন্দর রূপ যেন ভক্তদের মনে নাড়া দেয়, মোহনীয় রূপে সবাই বেশ প্রশংসা করলেও সেখানে কোনো নেতিবাচক মন্তব্য পাওয়া যায়নি।

 

 

ধারণা করা যাচ্ছে, এই মুহূর্তে একমাত্র ছেলে পূণ্যকে নিয়ে কক্সবাজারে অবস্থান করছেন পরীমনি। সেখান থেকে গতকাল রবিবার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যা দেখে স্পষ্ট, অবকাশ যাপনে সমুদ্রের পাড়ে পরী। সেখান থেকে ছেলে পূণ্য ও সহকর্মীদের নিয়ে নানা মুহূর্তও ভাগ করে নেন নায়িকা।